পুঁজিবাদী চেতনায় যেন আজ অন্ধ সবায়
বড় অচেনা হয়ে উঠছে যে এই ধরা ধাম ।
যেভাবে হোক পুঁজিপতি, তারি নাম জপে
সবাই গুনীদের কেউ দিতেই চায় না দাম ।


যদিও পুঁজিপতি কাউকে দেয় না দাম শুধু
সবার সম্পদ লুটে নারীদেরও করে ভোগ !
পুঁজিপতির সম্পদের নেশা আর লোকদের
তাকে দাম দেয়া যেন একই রকমের রোগ।


দেশ লুটে খায় খাক, জনতাকে খাওয়ালে
তা হতে একটু সিন্নী তাতেই কত না নাম !
কেবা করে কার নাম, টাকাই যে করে সব
কাম সর্বত্র শুনি তাই ভুতের মুখে রামরাম !


পুঁজিপতি না চিনুক, তার নাম নিতেই সুখ
যদিও তারা ক’জনে দুনিয়াটা খাচ্ছে গিলে ।
তবুও আমরা সেই গুনিদের উপেক্ষা করে
পুঁজিপতিদের পূজা দিচ্ছি যেন সবে মিলে !


রচনাআকালঃ- রাত ৮.২৫টা, রবিবার, ৩০ কার্তিক ১৪২৭,
২৮ রবিউল আউয়াল ১৪৪১, ১৫ নভেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।