তুমি রাজনীতি করবে কেন ?
তুমি কি নিজেকে চেন ?
না তুমি জগতটাকে জানো ?


না তোমার বিদ্যা-বুদ্ধি ধর্ম-কর্ম
সবার চেয়ে বেশী আছে হেন ?
এসবের কিছুই তো নেই তোমার
তবুও তুমি রাজনীতি করবে কেন ?


তোমার চেয়ে জ্ঞানী গুণীরা থাকতে
নেতা হতে কোন লজ্জাই হয়না যেন !
তুমি বুঝি দেখেছ যে রাজনীতিতে
রাজ করা যায় কাজ করে যেনতেন !


হওয়া যায় আঙ্গুল ফুলে কলাগাছ ,  
নিজ যোগ্যতার বলে যে তোমার ,
কিছু করার আশা একবারেই ক্ষীন....


ওহে অকাল কুষ্মাণ্ড শোন............
রাজনীতি কি , তা আগে জানো ।
রাজনীতিতে জনতার নিতে দায়ভার  
নেতার পূর্ণ সে যোগ্যতা থাকে যেন ।


নয়তো এর ব্যত্যয়ে সৃষ্ট পাপে তোমার
ইহকাল পরকাল হবে বরবাদ , বংশ-
জ্ঞাতি হবে উম্মাদ , তা কি তুমি জানো ?


কারণ ,
প্রভু করতে পারে মাফ তোমার সব পাপ
কিন্তু অন্যের হক নষ্টকারী পাবেনা মাফ,


তুমি কি তবে অতি উৎসাহে করতে চাচ্ছ
সেই পাপ , এছাড়া কি আর নয়তো হবে  
নেতাদের দ্বারা ব্যবহার ! তাই বলি ভাই    
যোগ্যতাবিনা রাজনীতি করবেনা কোনদিনও।


রচনাকালঃ- দুপুর ১.৪২ মিঃ ১১/১১/২০১৮
রবিবার । মিরপুর , ঢাকা ।