কানা বুড়ীর রাম ছাগল
দড়ি ছিঁড়ে ছুটে বেড়ায়
শাসন নেই বারণ নেই
ঘুরে বেড়ায় এ পাড়ায় ও পাড়ায়......


অহরহ কত যে লোকের বেড়া ভেঙ্গে
ক্ষেত খায় আর বাগান খায়
সুযোগ পেলে কত জনের
শখের চার গাছেও মুখ লাগায় !


চারাদের আর হয়না বাঁচা
ঐ ছাগলদের মুখের বিষের জ্বালায় !
কলি কালের লীলা খেলারে ভাই
আজ বুঝা বড় দায়.........।


গরু দিচ্ছে বিদ্যা শিক্ষা
তাই ছাগলও যাচ্ছে পাঠশালায় !!!
লারে-লাপ্পা পড়েও নাকি এ প্লাস !
কি কারিশমা লেগেছে এ শিক্ষা ব্যবস্থায় !


গাঁও গেরামের গোবরচোনা
আর ময়লা কাদা পায়
নাচতে নাচতে ছাগল ছুটে যায়
প্রেমানন্দ কলেজের বারান্দায়.......


সেথায় পড়ছে শিখছে যে যার মতো
রাম ছাগলও চলেছে তার ধান্দায়
তেল সাবানের বিনা গোসলে
তার গা হতে গিরিগিরি গন্ধ ছড়ায়


তাতে কি ? বড় বড় ভবন দেখে
ভাব নিয়েছে হালের আধুনিকতায় !
নবীন কাঁচা হলে হবে কি....... !
কত যে ঢং তার বাঁদর মুখের ঐ চেহারায়


তাতেই ফিদা বেহুদা বাপের
চিকনী চামেলী আর বেলেল্লা ললনায় !
হাত বাড়ালেই সবি মিলে
এসে পড়েছি মোরা সেই জামানায়......


কোনটা ছেড়ে কোনটা ধরি
রাম ছাগলও আজ ভেবে না পায়
সকালে একটা তো বিকেলে একটা
দিন যায় তার মজায় মজায়......!!  


মজা মারা শেষ করে
ডিগ্রীটাও নিয়েছে সে বগল দাবায়
বউ হোক যেমন তেমন
এবার করবে সে বিয়ে যৌতুকের আশায়


চাকরিটা পেতে তার ব্যপার না
যদি কাউকে দিতে হয় ধরমদায়
চাকরিটাও হয়তো হয়ে যাবে
ঘুষের টাকায় আর বাপ ডাকায়


অতপরঃ ছাগলের আসে সুদিন
রমরমা ঘুষের জমজমাট ব্যবসায়
রাম ছাগলের সব আশা
মিটেও যেন যায় কানায় কানায়


মনের সুখে ছাগল তখন
এটা খায় ওটা খায় খায় আর খায়
জগৎ ভরায় শুধু তার মুত্র আর বিষ্ঠায়
এসব রাম ছাগলই আবার নির্বাচনের
দলীয় মনোনয়ন পায় ! হায় ! হায় রে ! হায় !