কিসের আশায়
নিত্য ঘুর বন্ধু রাস্তায় রাস্তায় ?
সেথায় অনেক কিছু মিলে বটে,
আশাতীত সস্তায় !
কিন্তু তা কিনে
বল কি লাভ বস্তায় বস্তায় ?
নতুন বন্ধুর দেখানো
নতুন স্বপ্নে বুক ভরবে প্রত্যাশায়
ব্যস, ঐ পর্যন্তই
নিমিষেই তা মিলেও যাবে হাওয়ায় !
শুধু মাত্রা যোগ হবে
তোমার ক্রমাগত বেড়ে চলা হতাশায় !
এক সাথে এক জীবনে
অনেক কিছু করা কি যায় ?
তবে কেন বিভ্রান্ত হও,
নানান জনের নানা কথায় ?
শুন্য দিয়েই কর শুরু নীরবে
লেগে থেকে কর তা যা তোমার মন চায় ।
স্ব-উদ্যোগ স্ব-পরিকল্পনা স্ব-অর্থায়ন
ছাড়া সফল হওয়া অসম্ভব এই দুনিয়ায় ।
তাই, ঐ রাস্তাটা ছেড়ে বন্ধু
চলো সফলদের দেখানো রাস্তায় ।
নইলে, অপার সম্ভাবনার
এই জীবন পর্যবসিত হবে চরম ব্যর্থতায় ।