তোমার জন‍্য এই হৃদয়ে আর
কত করবো রক্ত ক্ষরণ ?
হয়তোবা ভূলেও তুমি কখনো
আমায় করছো না স্মরণ ।
কিন্তু আমি যে একটি মূহুর্তও
থাকিনা তোমায় ভুলে ।
দুঃখের দরিয়ায় ডুবতে ডুবতে
দিনদিন ডুবছি অতলে ।
যতনা যাতনা দুঃখ বেদনা জয়
করতে করেছি কঠোর সাধনা ।
আজ তোমায় বিহনে এক দুঃখী
বৈরাগী হতে করছি আরাধনা ।
সদাহাস‍্য মুখটিতে আমার যেন
বিরাজিত আষাঢ়ের ঘনঘটা ।
নিরস বদনে চলতে ফিরতেই
শুনছিও সবার নানান খোঁটা ।
হাসি যে আমার ফাঁসি নিয়েছে
দিয়ে গেছে কান্নার ঝর্ণধারা ।
কারে বলে হাসির খোরাক হই
পাছে, এই আমি সাথী হারা ।
আমার জন‍্য দুনিয়াটা এখন যে
পুরোটাই এক কারাগার ।
আমি একাই এক কয়েদী হেথা
বিরহ বিষাদের রাত জাগার ।
ভুলেও ভাবিনি কভু আমি হবো
কারো জন‍্য এমন দিওয়ানা ।
তাকে বিনা কিছু চাইলে চাইবো
শুধু আমার মৃত‍্যুর পারওয়ানা ।


রচনাকালঃ- রাত ৮.১২টা, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১. মিরপুর, ঢাকা ।