মাদকদ্রব্য-পতিতাবৃত্তি-জুয়া-পাশা-খাদ‍্যে
ভেজাল-সিণ্ডিকেট কিংবা মজুদদারী ।
চুরি ছিনতাই রাহাজানি সহ সমাজের বড়
কর্তারাও যখন অর্থ-মানবপাচারকারী ।
তখন নতুন নতুন প্রযুক্তি নির্ভর জীবিকায়
ধর্মের ধুয়া তুলে কথিত ধার্মিক দেয় বাধা ।
ততদিনে ধর্মহীন নাস্তিক আর কুলাঙ্গারেরা
সব দখল করলে ঐ ধার্মিকের ঘুচে ধাঁধা  ।
পরিশেষে তারাও নেমে পড়ে তাতে উপায়
নাই বলে করে অসহায় আত্মসমর্পণ ।
অথচ অতি দাম্ভিকতায় ফতোয়া দিয়ে সব  
সৎ ধার্মিকদের সকল সম্ভাবনা করে নষ্ট  ।
আর স্রষ্টার প্রতি মান অভিমান করে পাপী
বনে ভুক্তভোগীরাও পায় অবর্ণনীয় কষ্ট ।
ওরা কি জানে না, দারিদ্রতা যে অভিশাপ ?
রাসূল (স) বলেছেন কুফরীর কাছাকাছি ।
আল-কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান কেমনে
তবে হলো যা নিয়ে খেলছি কানামাছি ?
তাতে যতবার বলেছে নামাজের কথা, ঠিক
ততবারই তো বলেছে দিতে যাকাত ।
কিন্তু ধার্মিকের ধ্বজ্জাধারী কতেক বৈরাগী
তাদের বিভ্রান্ত করে করছে কুপোকাত ।
দ্রব‍্যমূল‍্য যখন লাগাম ছাড়া পাগলাঘোড়া
যাতে পিষ্ট হয়ে মরছে সব দক্ষজনেও ।
তখন অদক্ষ অসহায় ধর্মানুসারী রাজপথে
খায় গড়াগড়ি জুলুম করে নিজের সনেও ।


চলবে