হে প্রভু দয়াময়
আমরা এতো গুনাহগার তবু কেন
আমাদের প্রতি তুমি হওনা নির্দয় ?
অথচ মানুষের কাছে মাথা ঠুকে
কেঁদে মরলেও কেউ হয়না সদয় ?
হাজার গুনাহগারকেও তুমি কর
ক্ষমা তোমাকে একটু ডাকলেই ।
হাজার ক্ষমা চাইলেও মানুষদের
কাছে ক্ষমা নেই কোনকালেই ।
ভালোবাসা দিয়ে আবার কারো
মনে কেন এতোটা দিয়েছ ঘৃণা ?
কেন কারো জন‍্য কাউকে করেছ
ব‍্যকুল অপরকে কর হৃদয়হীনা ?
কেউ কাউকে পাবার জন‍্য কতনা
হন‍্যে হয়ে পথে পথে ঘুরে ।
পক্ষান্তরে অপরজনে নিষ্ঠুরচিত্তে
ঠেলে দেয় যোজন যোজন দূরে !
তবে হে দয়াময়....
তোমার এতো দয়া হলেও ওদের
কেন নয় ?
তবে তোমাকে ওরা করে না ভয় ?
নাকি ওদের আসবে না সে সময় ?
নাকি তোমায় অনুসরণকারীর সব
সময় হয় চিরপরাজয় ?
জানতে চায় আমার রক্তাক্ত হৃদয় ।


রচনাকালঃ- রাত ১০:৪৬টা, সোমবার,  ১১ আশ্বিন ১৪২৯, ২৬ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।