এক সাগর রক্তে কেনা দেশ ও ভাষায়
কি আশায় কি লেখো হে লেখক-কবি ?
নেই তো সেই রক্তের প্রতিফলন, কেন
তাতে ঘটাও নৈতিকস্খলন হে আজনবী ?


অত‍‍্যাচার শোষণের বিরুদ্ধে যে ভাষায়
শাণিত হয়েছিল লেখক কবিদের মসি ।
যার ক্ষুরধার বাক‍্যবাণে প্রতিঘাত হানে
ধসে শয়তানী দূর্গ খসে সীমারের অসি !


সেই পবিত্র ভাষা তোমার সর্বনাশা হস্ত
দ্বারা মত্ত আবার শোষকের পদ লেহনে !
তোমার তোষামোদে আমোদে রয় ভণ্ড
শাসক জনতার অশ্রু ঝরে দুঃখে দহনে ।


ঘৃণাভরে থাকবে যারা ইতিহাসের এক
কালো অধ‍্যায়ের দূর্গন্ধময় আস্তাকুঁড়ে ।
তুমি কিনা সেই পবিত্র ভাষা বড্ড খাসা
করে ওদের গুনকীর্তনেই দিয়েছ মুড়ে !


হে মসিধারী তোমার হাতে প্রভুই যখন
ধরিয়ে দিয়েছে মহিমান্বিত কলমখানি ।
তাই এই ভাষা-কলম-শহীদের রক্তের
আমরা যেন আর না করি সম্মানহানি ।
  
রচনাকালঃ- দুপুর ২:৩১টা, বুধবার, ৩১ জৈষ্ঠ্য ১৪৩০,
১৪ জুন ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত  পভিত্