শোন ওহে সকল মুমিন মুসলমান  
এসেছে পরম সৌভাগ্যের রমজান
কিন্তু তোমাদের ভোগান্তি চরমে
নেবে তারা, যদি না হও সাবধান !  


সংযমের মাসে উৎসবেরই উল্লাসে
তোমরা খাও যদি সবই গো গ্রাসে
ঐ বদ বেনিয়ারা তো তবে বারো
মাসের ব্যবসা করবেই এক মাসে !  


তারা বেচবে আম খেজুর লিচু কলা
পেঁয়াজু মুড়ি বেগুনী টিকিয়া ছোলা
ভেজাল বেঁচে জঠরে চালান করে  
তোমার তো কাটবেও আবার গলা !


পোড়া তেল মবিল চর্বি ঝাল মশল্লার
আহা কত রং বাহারী মজাদার খাবার
দিনমানের উপোষ পেটটাতে দিলে
তোমার স্বাস্থ্যটা হবে না কি ছারখার ?  


এসো তবে নবীর নিয়মই সবে মানি
ইফতারে খাবো শুধুই খেজুর পানি
মাগরিব শেষে রাতের খাবার, সেহরি  
নিরামিষে স্বল্পাহার হবেনা স্বাস্থ্যহানি ।


ইফতার ও সেহরি পার্টি করি বর্জন
এ মাসে অশোভন এসব আয়োজন  
অর্থ সময় স্বাস্থ্য শ্রমের করি সাশ্রয়
জাতিরও জন্যে হবে তা বড় অর্জন ।  


মোদ্দাকথা,
আমরা যদি চাই সফল মানুষ হতে
এ মাসেই সংযম শিখি সব কিছুতে
দান ইবাদত করবো বেশী বিধাতা
হবেন খুশি, সুখী হবোই দুনিয়াতে ।


রচনাকালঃ- বেলা ১১.২৪টা বুধবার
১ জ্যৈষ্ঠ ১৪২৬, ৯ রমজান ১৪৪০,
১৫ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।