২৩।


দিনের দাম দেখলে কি আর আসে দিন হয় দিনমজুর  
দিন বিসর্জন দিয়ে জানলে জ্ঞান কে হয় না গো হুজুর
অভাব হঠাতে চাইলে ভাই আগে জ্ঞানার্জন করা চাই  
তা শিখতে হলে যাও সুদূর চীন কিংবা আরও বহুদূর ।


২৪।


না জানলে সত্যিকারের ভালোবাসা করে শাসন
যখন কুক্ষিগত করে রাখে ঐ মান মর্যাদা আসন
দিশেহারা হয়ে তখন বুদ্ধিনাশ, নির্বুদ্ধিতায় ধরে
রাখতে গিয়ে আসন চালায় ত্রাসন তখনি পতন ।  


২৫।


মানুষই একমাত্র প্রানী যে সবার চাইতেই জ্ঞানী
সেই মানুষেরা ক’জনই বা প্রকৃতির আইন জানি
অথচ প্রতিটি প্রাণীই জানে এবং মানে সে আইন
আমরা যারা জানি তারাই বা ক’জনেই তা মানি ?


দুপুর- ৩.০৮টা ১৫/৮/২০১৯ মিরপুর, ঢাকা ।