৯২।


সমাজের অবস্থাটা এখন যেন আর মোটেও ভালো নয়
মধ‍্যবিত্ত অশান্ত চিত্ত নিয়ে করে ভালো থাকার অভিনয়
কি আর করার আছে কার সমাজ উন্নয়নের নামে যদি
লুটপাটে ব‍্যস্ত রয় জনতার প্রতিনিধি সব মন্ত্রী মহোদয় ।


৯৩।


অপরাজনীতিতে আজ ধ্বংস হচ্ছে সুস্থ বাণিজ্য শিল্প
তাই শিল্পে পরিনত হচ্ছে যত মিথ‍্যা কথার গালগল্প
সর্বত্র দলীয় করণের কারণে বাড়ছে প্রতারণা নদীর
স্রোতের মতো মানব মস্তিষ্কও যে খুঁজে ফিরে বিকল্প ।


রচনাকালঃ- রাত ১১.৪২,রবিবার, ৩১ অক্টোবর ২০২১,মিরপুর, ঢাকা  ।