৯৪।


আমাদের পুস্তকীয় কেন্দ্রীক লেখাপড়া
তা তো শ্রেফ কিছু মনুষ্য সৃষ্ট মনগড়া
তা শিখেই আমাদের সে কি অহমিকা
বিনয়ী না হয়ে ভাবখানা করি হামবড়া ।


৯৫।


প্রভুর শিক্ষা মানুষকে মানুষ করার জন‍্য
নচেৎ আধুনিক হয়েও মানুষ থাকে বন‍্য
তাই তার বাৎলে দেয়া শিক্ষাবিনা কেউ
তেমন এই জগতে হতেও পারেনা ধন‍্য ।


রাতঃ- ১১.৪৬টা, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২১, ৭ পৌষ ১৪২৮, মিরপুর, ঢাকা ।