১০৯।
জালিম আর মুনাফেকে যখন ভরে গেছে সুশীল এ দেশ
তাই লক্ষ্মণে বুঝা যায় একটি অধ্যায় অচিরে হবেে শেষ
তাও বুঝি আর দেরি নাই সহসাই দেখবে সবাই ঘটতে
যাচ্ছে শান্তিপূর্ণ এক নতুন সুসভ্য যুগের নবারুণ উম্মেষ ।


১১০।
অব্যাহত প্রচেষ্টায় মানুষ যখন হেরে যায় দিতে সমাধান
প্রকৃতিই তখন সমাধান দেয় যেভাবে লেখা স্রষ্টার বিধান
সৃষ্টির সীমাবদ্ধতা নিরূপণে স্রস্টা তার শ্রেষ্ঠত্ব সংরক্ষণে
মানুষকে ফেলে পরীক্ষায় যেন তার বিধানে দেয় প্রণিধান ।


রচনাকালঃ- রাত ১১:০৬টা, মঙ্গলবার, ২৯ কার্তিক ১৪৩০, ১৪ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।