সবর
   কবি চাঁছাছোলা


আনমনে কল্পনায় কিংবা প্রভুর কাছে
যখনি কোন কিছু কেউ চায় ।
প্রভু এবং প্রকৃতি তখন তাকে যে তাই  
দিতে বড় ব্যাকুল হয়ে যায় ।


কিন্তু হায় ! কিছু পেতে চাইলে তারও
দিতেই হয় কতনা পরীক্ষা ।
তবে তাতে জ্ঞানহীন হয় বড্ড অস্থীর,  
জ্ঞানী করে অবিচল অপেক্ষা ।


জীবনে যে যতটা পায় প্রতিষ্ঠা, করে  
সে ততটা বাধা  অতিক্রম ।
সাধারণ যে, বাধা পেলে সে সব কিছু  
হারিয়ে তার ঘটে মতিভ্রম ।


তারা সংকটে নিদানে উদ্ভ্রান্ত বিভ্রান্ত
হয়ে ওষ্ঠাগত করে নিজপ্রান ।  
অসাধারণ তো সেই যে ঠাণ্ডা মস্তিস্কে  
সচেষ্ট থাকে দিতে সমাধান ।  


প্রতিটি বাধা অতিক্রম করেই হয় সে
আত্মবিশ্বাসী হয়ও দৃঢ়চেতা ।
লক্ষ্য অর্জনে সব বর্জনে করেও সবর  
যতদিন তার না হয় জেতা ।  


তাই বলি ভাই মোরা যা কিছুই পেতে
চাই দিয়ে যাই তারই খবর ।  
পেতে চাইলেই দিতে হবে যোগ্যতার  
প্রমান, আর তার নাম সবর.........।


সবর > ধৈর্য ধারন ।


রচনাকালঃ- ১০.০৭ টা শনিবার ৮ আষাঢ় ১৪২৬,
১৮ শাওয়াল ১৪৪০, ২২ জুন ২০১৯ মিরপুর, ঢাকা ।