সাদা যদি কভু না দেয় সায়
তবে কালোর কি সাধ্য আছে
দাগ লাগাবে সে সাদার গায় ?


সাদা সে তো চির উন্নত সদা
ক্ষনিকের তরে কখনও বা সে
হয়ে পড়ে খানিকটা অসহায় ।


তাতে তার কিইবা আসে যায়
সাদার জীবন কাটে যে সদা
নির্ঝঞ্ঝাট নির্ভার নির্ভাবনায় ।


কালো কি আর হয়রে ভালো
সে তো পাপ শাপের বৃত্তেবন্দি
চোখ ঢেকেছে গুমরাহির পর্দায়।


তবে কালো যদি ভালো ভাবে
দেখে তোমার ভেতরে আলো
তার অন্তরাত্মা মরবেই লজ্জায় ।  


বাঘের মত তেড়ে এলেও সে
পরিশেষে বিড়ালের মত করে  
তার লেজটা গুটিয়ে পালায়...।


রচনাকালঃ- রবিবার ০৫/০২/২০১৮
             মিরপুর, ঢাকা ।