ছোট্ট একটা জীবনের জন‍্যে
আহা কতনা আয়োজন !
বাড়ি গাড়ি টাকাকড়ি জমি
জায়গা সবি প্রয়োজন ।
বাঁচবোই না হয় শতটা বছর
যার জন‍্য করি সঞ্চয় ।
যেথা মরবো না কোন কালে
তারও রসদ লাগে নিশ্চয় !
পরকাল পরে বলেই কি তার
চিন্তা করবো পরে ?
কিন্তু সেথাকার রসদ যে এই
গ্রহ হতেই সঞ্চয় করে ।
যা কিছু করি ইহকালীন সুখে
পরকালের তরে করিনা দান ।
শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে জন্মেও রাখিনা
ধরে তার মর্যাদা সম্মান ।
তথাকার তরে উত্তম বিনিয়োগ
হলো কর্জে হাসানা ।
আল্লাহর সাথে এই বিনিয়োগে
বান্দার পূর্ণ হব‍ে বাসনা ।
অনন্তকালীন জীবনের জ‍ন‍্যেই
করি সঞ্চয় হলে বুদ্ধিমান ।
আজ হতে তাই করি সৎ পাত্রে
দান কিংবা সৃষ্টির কল‍্যান ।
নির্বোধের ন‍্যায় ছোট্ট জীবনের
জন‍্যে শুধু করবোনা সঞ্চয় ।
বরং ঐ পরকালের তরে সঞ্চয়
করে দেবো প্রজ্ঞার পরিচয় ।


রচনাকালঃ- রাত-৯.৫৩টা, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।