রাজনীতি কি সেবা কিংবা ধর্ম
কেউ করেনা কর্ম স্বার্থ ছাড়া ।
এ জাতির উন্নয়ন তবে কেমনে
আর হবে কখন, কার দ্বারা ?
বৃহৎ স্বার্থে হাসিলে যেই জাতি
ত‍্যাগই করে না ক্ষুদ্র স্বার্থ ।
বরং নিজ নিজ আখের গুছিয়ে
আবার চায়ও হতে সীদ্ধার্থ ।
গাছেরও খায় তলেরও কুড়ায়
জাতির যদি হয় এই স্বভাব ।
তবে সাধ‍্য আছে কার অচিরে
দূর করবে এ জাতির অভাব ?
এই দল সেই দল করে যদিবা
আমরাই করি বিভেদের ছল ।
তবে বল এইসব দলের কবল
হতে বেঁচে কেমনে রই সবল ?
দেশের মালিক নাকি তোমরাই
হে জনতা, তবে কে নেতা ?
যে নেতা করত তোমাদের সেবা
সেই নাকি দণ্ডমুণ্ডের কর্তা !
সেই নেতাদের কর দাসত্ব বেঁচে
মহান এই দেশ জাতি ।
জগতে কোন জাতি স্বীয় স্বার্থের
জন‍্য হয় কি এমন আত্মঘাতী ?


রচনাকালঃ- রাত ১১:৫৫টা, ২৩ শ্রাবণ ১৪২৯,
৮ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।