( গতকাল মা দিবসের সাথে নার্সিং দিসবও পালিত হয়েছে তাই প্রিয় নার্সদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমার ক্ষুদ্র এই প্রয়াস )


জন্ম উদ্দেশ্য ভুলে সেবার বদলে
সবাই সবাইকে দিয়েই যাচ্ছি ধোঁকা ।  
চাইলেও সবার হয়না সব সময়
ঐ সব বিপন্ন মানুষদের পাশে থাকা ।  


সেবিকাই স্বার্থক যার রয়েছে এমন
সৌভাগ্যের এক বিরল ভাগ্যলিপিকা ।
রোগীকে হৃদয় নিংড়ানো পরিচর্যা
কভু দিতে পারে কি কোন পরিচারিকা ?


শুধু ভাইবোনে পারে তার সহোদরের
ফেলতে রোগ শোক দুঃখের যবনিকা ।
তাইতো তোমায় পরম আত্মীয় ভেবে
অতি আদরে ব্রাদার / সিস্টার বলে ডাকা ।


রোগীকে আপন মনে স্বজন জ্ঞানে
সেবায় তুমিই অনন্য আত্মনিবেদিকা ।
তোমার হাসি মুখ সারাক্ষন সুবচন
নেই ঘৃনা বিরক্তি নেই তো অহমিকা ।


হাসপাতালের ঐ শয্যাশায়ী রোগীটি
যখন দেখে ভয়ানক মৃত্যু বিভীষিকা ।
স্বজনবিনা যখন অসহায় হয়ে সেথা
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে সে একা ।


তখন তার সেবাশুশ্রূষায় মমতায় তুমি
মনোনিবেশে মত্ত হে সেবক / সেবিকা ।
তিনিও যথার্থই এই সেবিকার জন্মদাত্রী
ফ্লোরেন্স নাইট এঙ্গেল এক মহানায়িকা ।  


অসাধারণ তার এই অভিনব সৃষ্টি
ইবাদত সম্মিলিত সেরা এক জীবিকা ।
জানাই সালাম তাকে সহস্র লাখোবার
তিনি যে মোদের সবার আলোকবর্তিকা ।  


রচনাকালঃ ২০১৫, ঠাকুরগাঁও