বেচারা “প্রেম” নামক শব্দটি আজ সবচেয়ে প্রতারিত  
নির্যাতিত নিপীড়িত সারা বিশ্বময়, তথা এই বঙ্গে ।  
অবাধ স্বাধীনতায় আজ প্রেম প্রেম খেলাকারী, বিকৃত  
মস্তিস্কধারী নর্দমার কিটেরাও কিলবিলিয়ে উঠেছে তুঙ্গে ।


এ শব্দটি নিয়ে অশেষ খেলায় মাতোয়ারা পাগলপারা
যেন সবাই মনের মানুষটিকে বশ করছে কতনা ঢঙ্গে ।
যত কামুক ভুত আর কামূকী পেত্নীরা যেন উঠে পড়েছে
চমকিত উপস্থাপনে নিজেকে রাঙ্গাতে নানান রঙ্গে চঙ্গে ।

আহা ! কত অভিজাত শ্রেনীর শব্দরে তুমি, সভ্যতার
বিকাশই কি তোমার সর্বনাশ বসবাস এখন নষ্টের সঙ্গে ?
সপ্তম আসমান হতে অধঃপতিত হতে হতে তোমার পতন
ঠেকেছে কি ঐ পতিত পুরুষ আর পতিতার যৌনাঙ্গে ?


তোমার যথেচ্ছ ব্যবাহারের সুযোগে সবাই ধর্ম আদর্শের
বন্ধন ছিন্ন করে যেন হয়েছে পরিণত এক এক মুক্ত বিহঙ্গে !  
কি উদারবাদী নারীবাদীরাও ষোলকলা করেছে পূর্ণ তোমায়  
নিয়ে খেলে, অন্তপুরী নারীকে এনে ছেড়েছে প্রকাশ্য উলঙ্গে ।


তাই বুঝি আজ তোমার অপব্যবহারকারীর শেষ পরিণতিতে
সর্ব বন্ধন ছাড়া সর্বহারা হয়ে জীবনাবসান হয় তার নিঃসঙ্গে ।  


রচনাকালঃ- বুধবার ০৮/০৪/২০১৭ ঢাকা ।


বিঃ দ্রঃ "প্রেম" সবচেয়ে সেরা নির্যাতিত শব্দ এটি সংকলিত করেছি আমার পরম শ্রদ্ধেয় গুরুর এক আলোচনা থেকে । আমি শুধু কবিতার রূপ দিয়েছি জন কল্যাণের স্বার্থে ।