ঢাক গুর গুর
ঢাক গুর গুর
ঢাক গুর গুর ঢাক ।
ঐ ঢাকী শব্দ
করে কি জব্দ
সর্বহারার মুখের বাক ?
খাবে মামলা
ঠেলা সামলা
ঐ ঢাকের বাদ‍্যি থাক ।
জাতের মাতাল
আর কতকাল
মাছেতে ঢাকবে শাক ?
এবার তোমার
ভণ্ডামিটা ছাড়
নিজের পাপকে ঢাক ।
দেখ শুলে চড়ে
পর পাপে পরে
গলাতে যাসরে নাক ।
ঢাক গুর গুর
ঢাক গুর গুর
ঢাক গুর গুর ঢাক ।
কত পাপে ডুবে
মজে রহো ভবে
সবাইকে লাগিয়ে তাক ।
যত জারিজুরি
করছ সিনা চুরি
এখন গোঁমর হবে ফাঁক ।
প্রকৃতির বিচার
পাবেও না পার
লাভ কি করে হাঁকডাক ?
ঢাক গুর গুর
ঢাক গুর গুর
ঢাক গুর গুর ঢাক ।
ঐ ঢাকী শব্দ
করে কি জব্দ
সর্বহারার মুখ‍‍ের বাক ?
বেঁধে দল বল
যত খবিশ খল
এবার যাক নিপাত যাক ।


রচনাকালঃ- বিকাল ৩.৪৭টা, ২৪ পৌষ ১৪২৮, ৮  জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।