ঐ হৈ হৈ হৈ হৈ ( ৪ )


আরে বাংলাদেশে জন্ম লইয়া
এখন আর বাঙালী কেউ নই !
বাঙালী কেউ নই ।


ঐ হৈ হৈ হৈ হৈ ( ২ )


লাজ শরমের মাথা খাইয়া
নিত্য নতুন মাইয়া লইয়া
ঘুরি সদা টই টই টই টই !
টই টই টই টই ।


ঐ হৈ হৈ হৈ হৈ ( ২ )


চিকেন ফ্রাইয়ের স্বাদ পাইয়া
ভুলেছি ঐ বাংলার চিড়া দই !
বাংলার চিড়া দই ।


ঐ হৈ হৈ হৈ হৈ ( ৪ )


রঙিন ঠোঙ্গায় খাবার দেইখা      
খাইনা দেশের গুড় মুড়ি খৈ !
গুড় মুড়ি খৈ ।


ঐ হৈ হৈ হৈ হৈ ( ২ )


নিজের ঐতিহ্য সত্ত্বা ভুইল্যা
পশ্চিমা হালে সদা মাইত্যা রই ।
সদা মাইত্যা রই ।


ঐ হৈ হৈ হৈ হৈ ( ২ )


ধুমপান কোক পেপসি পাইয়া
সৌখিন বিষ সাইধ্যা দেহে লই !  
সাইধ্যা দেহে লই ।  


ঐ হৈ হৈ হৈ হৈ ( ৪ )  


ফোন ফেবু সিরিয়ালে বুঁদ হইয়া
সবাই ছাইড়া দিছি পড়তে বই !
পড়তে বই পড়তে বই ।


ঐ হৈ হৈ হৈ হৈ  ( ২ )


নেশার রাজ্যে তো নিশিদিন পইড়া
থাকি সব বেকার সখা সই !  
বেকার সখা সই ।  

ঐ হৈ হৈ হৈ হৈ ( ২ )


বাংলাদেশের শত্রুরা তা দেইখ্যা
মন আনন্দে নাচে তা থৈ থৈ !
নাচে তা থৈ থৈ ।  


ঐ হৈ হৈ হৈ হৈ ( ৪ )


হুজুগে বাঙ্গাল থাকে গাছে উইঠ্যা
ভাবে না শেষে টাইনা লইব মই !
টাইনা লইব মই ।


ঐ হৈ হৈ হৈ হৈ ( ২ )


মোরা এদিক ওদিক বেড়াই ছুঁইটা
আর বলি শান্তি কই শান্তি কই ?  
শান্তি কই শান্তি কই ?    


রচনাকালঃ- সকাল ১০টা, সোমবার,
২ ডিসেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।