আহা ! আমটি আমি খাই যে কত মজা করে                                        
পেটটি পুরে ।  
আর উদাসীনতায় স্বজোড়ে আটিটি দেই ছুঁড়ে                                          
ঐ সুদূরে.........


কিন্তু কক্ষনো আমি দেইনা তা একটু কষ্ট করে
মাটিতে গেঁড়ে ।
শুধু খেয়ে যাচ্ছি যত মজাদার সবই ধরে ধরে
প্রানটি ভরে !


খাওয়ার জন্য যথেচ্ছায় ফেলি সব ভেঙ্গে চুড়ে
দুমড়ে মুচড়ে ।
কিছুই রাখছিনা বাকী আমারই প্রজন্মের তরে
অবজ্ঞা ভরে ।


প্রকৃতিটাকেও আমি কত কসরতে নিচ্ছি কেড়ে
ধীরে ধীরে ।
কথা ছিল পূর্বসূরিরা উত্তরসূরিদের দেবে গড়ে
অতি যত্ন করে !


কথাও রাখিনি শুধু আখের গুছাই পকেট ভরে  
নিজের তরে ।  
খেলেই বা কি না খেলেই কি একদিন বেঘোরে
যাবো যে মরে ।
তারা কি দুঃখে আমার কোন স্মৃতিটা শ্রদ্ধা ভরে
রাখবে ধরে ???