ভেবেছিলাম, যে ভাবে দিনে দিনে  
বাড়ছে উষ্ণায়ন ।
তবুও হয়তো একভাবে বেঁচে রবে
এই দুঃখী জনগণ ।


কিন্তু না পাল্লা দিয়ে শীতও বাড়ছে
বেজায় কনকন ।
সোনার বাংলায় বুঝি বরফাচ্ছাদিত
হতে যাচ্ছে এখন !  


আহা আমাদের কি আছে ধনীদের
মত অত আয়োজন ?
বরং সেসব দেশেই সব গেছে চলে
যা ছিল ধন জন মন !  


আমার জোর হাত মিনতি তাই হে
বন্ধু ভাই-ভগ্নিগন ।
শীতার্তকে কিছু না দিলেও লুটিও
না আর দেশের ধন ।  


বাকি যা আছে তাতেই তারা ঘুরে
দাঁড়াবার করুক পণ ।
তোমরাও অতি এ অভিশাপ থেকে  
বাঁচাও স্বীয় স্বজন ।


রচনাকালঃ- রাত ৮.০৭টা শুক্রবার,
২৭ ডিসেম্বর ২০১৯ মিরপুর, ঢাকা ।