যতই অনিশ্চিত হোক না ভবিষ্যৎ
শেষ পর্যন্ত যে থাকতেই হবে সৎ
জীবনের পরীক্ষাই সততা-সতীত্ব
রক্ষা করা এতে আপোষ নয় ঈষৎ ।


যেহেতু এ জন্মটাই পরীক্ষার জন্য
হেথা নয় ভোগ বিলাসে হতে ধন্য
যতই পরীক্ষা কিংবা বাধা আসুক
জীবনে সততা রক্ষায় নয় কার্পণ্য ।


সততা রক্ষা কৌশল না করে রপ্ত
শুধু ঐ উদাসীনতায় হই অভিশপ্ত
তা রক্ষায় তেমন তৎপর না হলে
জীবন সায়াহ্নে সবে হই অনুতপ্ত ।


রচনাকালঃ- রাত ১২:০৩টা, সোমবার, ২১ কার্তিক ১৪৩০, ৬ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।