সংখ্যালঘুরা দেশে দেশে যেন
আছে মরণ ফাঁদে ।
রাজনৈতিকরা ফায়দা নিতেই
তাদের জড়ায় বিবাদে ।
সংখ‍্যাগুরুর জাতাকলে থাকে
এমনি চিড়েচেপ্টা ভাবে ।
তদুপরি ওরা সর্বস্বও খোয়ায়
স্বপক্ষেরই কুট স্বভাবে ।
ওরা স্বপক্ষের হলে দাবার ঘুটি
বিপক্ষের হয় চক্ষুশূল ।
স্বপক্ষ শক্তি ক্ষমতাহীন হলেই
ওদের হতে হয় নির্মূল ।
বিপক্ষ দলকে করতে ঘায়েল
প্রথমত স্বপক্ষের হাতে মরে ।
বিপক্ষ তখন ক্ষুদ্ধ হয়ে ওদের
সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ।
ঐ রাজনীতির চক্করচালে পরে
যখন হাওয়া লাগায় পালে ।
দ্বিগুণভাবে দুর্দশা আনে তখন
ওরা নিজেদেরই ভালে ।
এই রাজনীতিটা চরম স্বার্থপর
বলেই এদের নিয়ে খেলে ।
সংখ‍্যাগুরু তাই সংখ্যালঘু বধ  
করে সময় সুযোগ পেলে ।
সংখ্যালঘু নিয়ে রাজনীতি যদি
এক্ষুনি বন্ধ ঘোষনা না হয় ।
তবে দিনে দিনে সংখ‍্যালঘুরই
শুধু হবে রক্তক্ষয় ।
সংখ‍্যালঘু থাক শঙ্কামুক্ত থাক
সব দেশে চির শান্তিতে ।
সংখ‍্যাগুরুরাও বিক্ষুদ্ধ হয়ে না
জড়ায় যেন বিভ্রান্তিতে ।


রচনাকালঃ- রাত১২.০০টা, রবিবার ১৭ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।