চল না বন্ধু ঘুরে আসি রোমাঞ্চ জাগানিয়া
চকচকে শরতের স্নিগ্ধ শেষ বিকেলে ।
যেথা মিতালি পেতেছে ঐ আকাশের নীলে
আর ঘন সবুজ প্রকৃতিটা মিলে ।


শুভ্রতাও করেছে বন্ধুত্ব সাদা মেঘের সাথে
নদীর ধারের উচ্ছসিত সাদা কাশফুল ।
এই বিরল দৃশ‍্য দর্শনে তুমি হবেই উদ্বেলিত
কিশোরকালের মতো হবেও ব‍্যকুল ।


আহা ! কি যে কান্তিভরা মনোহরা সবুজের
সজীবতায় ঘেরা সেই বিস্তৃত দীগন্ত !
ধানক্ষেতের সৌরভে বুকভরে মেঠোপথে
মটরবাইকে চলে হই চরম প্রাণবন্ত ।


ঐ দূরের কোন বটতলার হাটে গরম পেঁয়াজু
আর ঘুগনিমুড়ির স্বাদে হবো আত্মহারা ।
শেষ বিকেলের সোনালী রদ্দুরে মুক্ত বিহঙ্গের
ন‍্যায় ঘুরে বেড়াবো এ পাড়া ও পাড়া ।


এমন মায়াময় পরিবেশে উপচে পড়া সুখের
আবেশে নয়নভরে দেখবো বাংলার রূপ ।
তার এই মোহনীয় রূপ না দেখলে তুমি যে  
বাংলা মাকে চিরকাল করবে বিদ্রূপ ।


ঠিকড়ে পড়া সৌন্দর্যের এই রূপ দেখে খুলবে
তোমার অন্তর চক্ষু রবেনা প্রেমবিনা ।
খুঁজবে না কভু বাংলার বিকল্প অজ্ঞতায় অন্ধ
হয়ে কভু করবে না বাংলা মায়ের তুলনা ।


রচনাকালঃ- বিকেল ৪.২০টা, শনিবার, ২৫ সেপ্টেম্বর  ২০২১, ঠাকুরগাঁও ।