রঙ্গমঞ্চের অভিনয়টা দেখে তাকে বাস্তব বলে
যদি কর তার সাবলীল প্রতিক্রিয়া ।
তবে জেনো তোমার জ্ঞানের গভীরত্বে আসতে
এখনও কাটেইনি শিশুতোষ প্রক্রিয়া  ।
তবুও সেই অভিনয়টা দেখেই তুমি দিয়ে যাচ্ছ
বিজ্ঞ দার্শনিকের ন‍্যায় মতবাদ।
তোমার মতো এমন দুখানা বই পড়ুয়াই আজ
সমাজটাকে করে চলেছে বরবাদ ।
কেননা তুমি তো ঐ অভিনয়টা শুধু গিলছই না
বরং তার বিশ্লেষনী ব‍্যাখ‍্যা দিচ্ছ অনন্য ।
যা পারেনি জনতাকে বুঝাতে খোদ নির্মাতারাই
কিন্তু তোমারই জন‍্য তারা আজ ধন‍্য ।
যারা রঙ্গমঞ্চের পেছনের অনাকাঙ্ক্ষিত কুদৃশ‍্য
দেখে দিনে দিনে হয়ে উঠেছে বিক্ষুদ্ধ ।
তুমি তখন জ্ঞানী বোদ্ধার ভাবখানা নিয়ে উল্টো
তাদের সাথেই বাঁধিয়ে দিচ্ছ যুদ্ধ !
ওরে অল্প বিদ‍্যায় ভয়ংকর, তুমি দালালী করে
হয়েছ যে শোষকের সেরা হাতিয়ার !
তোমার মতো জ্ঞানপাপীরাই শোষকের সহায়ক
হচ্ছে বলে তারা এত বেড়েছেও বাড় ।


রচনাকালঃ-দুপুর ২.২৩টা, বুধবার, ১৯ জৈষ্ঠ ১৪২৮, ২০ শাওয়াল ১৪৪৩, ২ জুন ২০২১, ঠাকুরগাঁও ।