তোমার কাছে আর কিচ্ছু চাইনা
শুধু একটি বাক‍্য চাই, দেবে ?
শর্ত হল চাহিবা মাত্র দিতে বাধ‍্য
থাকবে অত শত ভেবে না ভেবে  ।
তোমাকে পাবার আমার কামনা
বাসনা যত ছিল দুর্নিবার ।
আজ হতে সেগুলো থাকনা সবি
দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরমার  ।
আমি চাইনা আর কারো মতো
ব‍্যর্থ মনরথে ঘুরতে পথে পথে ।
চাইনা যেতেও বিপথে, বাঁচতে
চাই এবার এক কঠিন শপথে ।
এই দুনিয়ায় কেউই কারো নয়
তাই আমিও যেন হই নির্দয় ।
কোন প্রাণীকেই ভালোবাসতে
আর যেন নষ্ট করি না সময় ।
চাইনা কোন ভালো বাসাবাসি
আর, এসবই কুহুক কিনা ?
তাই আমি চাই শুধু ঐ বাক‍্যটি,  
বল আমায় তুমি কর ঘৃণা ।
ব‍্যস্ তোমার প্রতি আমার আর
কোন দাবী দাবা নাই ।
আমার এহেন কৃতকর্মের প্রাপ‍্য
হোক তবে এটাই.....


রচনাকালঃ- রাত ৯.০০টা, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।