একদিকে ধর্মবাজদের যত ভণ্ডামি
অন্যদিকে সরকারি দলের গুণ্ডামি
সমাজটাকে রেখেছে অস্থির করে
যার দূর্ভোগে ভুগি তুমি আর আমি ।

এই শ্রেণী দুইটির ভীষণ উৎপাতে
গণমাধ্যমও সদাই থেকেছে মেতে
প্রশাসনের রহস্যজনক নিরবতায়
জনতার যন্ত্রণা আরও বাড়ে তাতে ।

দেশটা নেই আর বসবাসের যোগ্য
তৈরি হয়েছে এসব কীটদের ভোগ্য
মান সম্মান বজায় রেখে অভিমান
করে বিদেশে গ্রহন করছে বৈরাগ্য ।

অপার সম্ভাবনার এমন এক দেশ
শুধু ভুল নেতৃত্বের জন্য হলো শেষ
হতাশায় ভুগছে জাতি, কার আছে
সাধ্য আর গড়তে শৃঙ্খল পরিবেশ ?

রচনাকালঃ- রাত ১০:১৫টা, বৃহস্পতিবার, ২৭ আষাঢ় ১৪৩১, ১১ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।