এ কলি যুগের অলিগলিতে
জীবনের যত চোরাবালিতে
মরতে মরতে বেঁচে ফিরতে কত হল অভিজ্ঞতা অর্জন ।
সবার নিষ্ঠুরতা দেখে দেখে
কষ্ট গ্লানিগুলো গায়ে মেখে
কতনা আশা আকাঙ্ক্ষা অনবরত করেই চলেছি বর্জন ।


কি পারবো কি পারবো না
ওসব আর কিছু ভাবছি না
অনন্ত এটাই বুঝেছি এ জীবন যে হেথাকার জন‍্যে নয় ।
থাকিনি তাই ভোগে মেতে
ক্ষোভ দ্বেষেও রইনা তেতে
তবুও সবাই করে গেল আমার সাথেই নিখুঁত অভিনয় !


সুখেই তবে থেকো গো সবে
তোমাদের স্বপ্নের এই ভবে
আমি সব কষ্ট ভুলে দুহাত তুলে মন খুলে করছি দোয়া ।
এক উষর মরুর ধূসর বুকে
আমি না হয় মরি ধুঁকে ধুঁকে
নাইবা পেলাম তোমাদের এ ভবে খানিক সুখের ছোঁয়া !


কি আর হবে পেয়ে না পেয়ে
কাটাবো জীবন মর্সিয়া গেয়ে
অবশেষে মেনেছি যে সবার ভাগ‍্যে নাকি সবকিছু হয়না ।
যেহেতু আমারও ছিল হৃদয়
তাই শিখি নাই হতেও নির্দয়
কিন্তু আমার জন‍্যে দেখি পান থেকে চুন খসলেই সয়না ।


রচনাকালঃ- রাত ১১:৪০টা, ১৫ জৈষ্ঠ্য ১৪২৯, ২৯ মে ২০২২, মিরপুর, ঢাকা ।