বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া..
আজি ভরিছে মোর হিয়া
নাচে মন তাথিয়া তাথিয়া
বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।  


মন মোর যদি না হয় তুষ্ট
প্রভু দয়াময় হবেনই রুষ্ট
যা পেয়েছি তাতে যদি না করি শুকরিয়া ।
কিছুতেই যে আর ভরবে না সেই দরিয়া ।
বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।


অতি তুচ্ছ এক মানুষ আমি
তবু রাখেন খেয়াল অন্তর্যামী
করি কত পাগলামী কিছুই তো না ভাবিয়া ।
তাতেও কেউ আমায় যায় নিকো ছাড়িয়া ।
বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।


না পড়লেও তার পায়ে গিয়ে
আহার পানীয় যাচ্ছেন যুগিয়ে
আর আমি পাপী থাকি যে পাপেই মজিয়া ।
রোগে শোকে ভোগে আবার উঠছি বাঁচিয়া ।
বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।


প্রভুকে যত জানাবো শুকরিয়া
তত নাকি তিনি দেন বাড়াইয়া
কেন তবে করি কার্পণ্য শুকরিয়া জানাতে ।
কেন পারিনি এত পেয়েও মনকে মানাতে ।
বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।


বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া..
আজি ভরিছে মোর হিয়া
নাচে মন তাথিয়া তাথিয়া
বলি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।


রচনাকালঃ সকাল ১০.৩৯টা, শনিবার, ২১ কার্ত্তিক ১৪২৮, ৬ নভেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।