করতে গেলেই কোন কাজ মনে আসে  
ভয় লাজ তা হোক ভালো কি মন্দ ।
কেউ যদি ভালো বলে আবার কেউবা
বলে মন্দ তাতে লাগেও দ্বিধাদ্বন্দ্ব ।
সারাক্ষন উদাস থাকে মন লাগে যেন
এক বিরাট গোলক ধাঁধা ।
অযাচিত কেউবা এসে তা না করতেও
দিয়ে যায় বারবারে বাধা ।
তবে ঐ কাজেই বেশী আসবে সফলতা
সন্দেহ নেই যে তাতে ।
কাজটি যত ভালো হবে শয়তান ততই
বাধা দেবে স্বয়ং তার নিজ হাতে ।
বরং মন্দ কাজটি করতে গিয়ে কেউই
দেয়না বাধা করে আরও সহযোগিতা ।
অতি উৎসাহে তাই করছে সবাই দেখি
মন্দ কাজেরই বেশী প্রতিযোগিতা ।
মানুষ সৃষ্টির সুচনা লগ্ন হতেই শয়তান
তাকে শুভ কাজে করছে বাধাদান ।
সেই কাজে তাই তত বেশী বাধা আসে
যে কাজে যত বেশী মানুষের কল‍্যান ।
কাজেই বেশী বেশী বাধা আসা মানেই
বুঝতে হবে সেই কাজটিই উত্তম ।
কাজটির ভালো সম্ভাবনা বুঝার সহজ
সুত্রের মধ‍্যে এটাই অন‍্যতম ।


রচনাকালঃ- রাত ১০.৫৬টা, সোমবার, ২০ আষাঢ় ১৪২৯, ৪ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।