হে নববর্ষ
          দুঃখ বিষাদ লাঞ্চনা গঞ্জনা বঞ্চনা গ্লানিগুলো সব
          অতীত করে মোদের জীবনে আনো শুধু আনন্দ হর্ষ ।


হে নববর্ষ
          জড়া ব্যাধিগুলো জরাজীর্ণ করে সুস্থতা ফিরিয়ে দাও,
          এবার তারা মোদের কোনভাবেই করেনা যেন স্পর্শ ।


হে নববর্ষ
          যত দস্যুতা বর্বরতা উদাসীনতা কুটিলতা উধাও করে
          সভ্যতার কর সুবিকাশ এনে দাও তার চরম উৎকর্ষ ।


হে নববর্ষ
         এবার আর মানুষে মানুষে জাতিতে জাতিতে কিংবা
          দেশে দেশে কিছুতেই হয়না যেন কোন দ্বন্দ-সংঘর্ষ ।


হে নববর্ষ
          মানুষের হিংসা বিদ্বেষ লোভ ক্ষোভ গীবত পরচর্চা
          সবার মধ্য হতে করে ভস্ম এনে দাও যত নীতি আদর্শ ।


হে নববর্ষ
          এবারই দারিদ্রতা বুভুক্ষতা পরনির্ভরতা উবে দাও
          উৎপাদনে দাও প্রবৃদ্ধি দাও সমৃদ্ধি দ্বিগুণ ফলাও শস্য ।


হে নববর্ষ
          এবার তাদের ধনে জনে ভরে দাও কানায় কানায়
          ইতিপূর্বে যারা হয়েছিল নিঃস্ব যারা হারিয়েছিল সর্বস্ব ।


হে নববর্ষ
          নবরাগে তোমার নবোদয় হোক নবজাগরণের উদ্ভাস
          আশাগুলোয় না হই হতাশ কক্ষনো হই না যেন বিমর্ষ ।


হে প্রভু
          নববর্ষে আমার এ শুভ কামনা কবুল কর সবার তরে
          এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে জানাই শুভ-নববর্ষ ।

                                    
                                                                   ২৯/১২/২০১৭ ঢাকা।