যদিও উচ্চ শিক্ষিত দ্বারা সমাজ সয়লাব
তবু আজও দেখি মানুষ কত মুর্খ গন্ড !
সফলতা একটি আপেক্ষিক ব‍িষয় হলেও
অর্থকেই করেছে সফলতার মানদণ্ড ।


কারো কাড়ি কাড়ি টাকা কড়ি বাড়ি গাড়ি
থাকা মানেই তারা বুঝে আসল সফলতা ।
শুধু এই একটি বিষয়কে সফলতা মানতে  
সমাজে শান্তি শৃঙ্খলায় এসেছে ব‍্যর্থতা ।


স্রষ্টা মানুষ সৃষ্টি করেছে সবাইকেই স্বতন্ত্র
গুন বৈশিষ্ট্য রূপ রঙের বৈচিত্র দ্বারা ।
কিন্তু বদজাত মানুষরা সফলতার মানদণ্ড
হিসেবে মানছে না শুধুমাত্র অর্থটা ছাড়া ।


অথচ যারা দেশ জাতির সম্পদ লুটে ধনী
হয় অবলীলায় ওদেরকেও বলে সফল ।
আর তাই সবাই স্বমহিমায় বিকশিতবিনা
আর্থিক সফলতা আনতে হচ্ছে বিফল ।


স্রষ্টার সৃষ্টি মতে সবাই সবার মতো করে
নিজেকে চিনে নিজের ঘটাবে বিকাশ ।
কিন্তু ঐ এক আর্থিক সফলতাই সফলতার
মানদণ্ড মানায় সফল হবার নাই অবকাশ ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, শনিবার, ১০ পৌষ ১৪২৯, ২৪ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।