ভালোবেসে জোর পূর্বক বিয়ে করে স্ত্রীকে
অনেকে অনেক বেশী কিছুই দেয় ।
কিন্তু সেই ভালোবেসে কেউ কাউকে ধর্ষন
করলে তার তো সর্বস্বই কেড়ে নেয় ।
আমাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত অনেক
ব‍্যক্তি বর্গরা ঠিক করছে যেন তাই ।
মুখে দেশপ্রেমের ফেনা তুলে ক্ষমতা দখল
করে গিলে খাচ্ছে পুরো দেশটাই ।
করে যাচ্ছে একের পর এক ধর্ম বিরোধী
জনবিরোধী শয়তানের পরিকল্পিত কর্ম ।
প্রজাতন্ত্রের প্রশাসনটাকে দিয়ে স্বীয় স্বার্থে
গঠিত করেছে শুধু নিজের সুরক্ষা বর্ম ।
অতিমারিতে দেশটাকে সর্বশান্ত করে দিয়ে
যেতে না যেতে দ্রব‍্যমূল‍্য করে দিল বৃদ্ধি ।
অবস্থা দৃষ্টে মনে হয় তারা দেশজনতার শত্রু
তাই কিছুতে চায়না জনতার সুখ সমৃদ্ধি ।
অগনিত মানুষ হয়েছে বেকার কত বিদ‍্যাপীঠ
কল কারখানা ধ্বংস কত পেশাজীবী নিস্ব ।
ভেঙ্গেপড়া অর্থনীতিতে শিড়দাঁড়া যে করতেই
পারেনি খাড়া মন্দার মধ‍্য দিয়ে যাচ্ছে বিশ্ব ।
তবু দাবানলের মতো কদিন আগে থেকেই হু
হু করে দ্রব‍্যমূল‍্যের বাজারে লাগল আগুন ।
সরকার বাহাদুর বাহাদুরি করে ঐ আগুনে ঘি
ঢেলে তেল মূল্যতে গাড়ি ভাড়া করল দেড়গুণ ।
জনগণের চাওয়া পাওয়ার কখনো প্রতিফলন
ঘটে না যে কভু কোন দখলদারদের দ্বারা ।
সম্পদ স্বল্পতার জনবহুল দেশে স্বৈরশাসনের
কুফলে জনতা দিনে দিনে দিশেহারা সর্বহারা ।


রচনাকালঃ- সকাল ৯.৪৩টা, রবিবার, ১৪ নভেম্বর
২০২১, ঠাকুরগাঁও থেকে বাসে ঢাকা ফেরার পথে ।