হতে পারো তুমি ডিগ্রীধারী      করতেও পারো বাড়ি গাড়ি
             তাতেই কি তোমার বাড়বে সম্মান ?
না হলে সত‍্যের ধজ্জাধারী       যতই দেখাও না বাহাদুরি
             সবি বেকার না থাকলে সত‍্য জ্ঞান ।


বস্তু জ্ঞান বা কোন বিজ্ঞান       দিতে পারেনা সব সমাধান
             যদি না হও সত‍্যের ধারক বাহক ।
বিজ্ঞান নহে স্রষ্টার বিধান        শুধুই বিশ্লেষনের উপখ‍্যান
             সে কি হতে পারে স্রষ্টার সমার্থক ?


নিয়ত হবে সত‍্যের প্রকাশ       জ্ঞানের হবে মহিমা বিকাশ
            প্রকৃত সত‍্য একদা হবেই উন্মোচিত ।
তাই করনা আর সময় নাশ      হয়ে না থাকো প্রবৃত্তির দাশ
            সত‍্যের পানে কর আত্ম নিয়োজিত ।


সত‍্য লুক্কায়িত স্রষ্টার বিধানে    উপলব্ধি কর সুগভীর ধ‍্যানে
            যদি সার্থক কর ইহকাল পরকাল ।
ছুটে চল সদা সত‍্যের সন্ধানে   সত‍্য বিনা যেওনা তিরোধানে
          অনন্তকালীন জীবন নইলে হবে বেহাল  ।


রচনাকালঃ- সকাল ৯.৪৯টা, বৃহস্পতিবার, ১১ কার্ত্তিক ১৪২৮, ২৮ অক্টোবর ২০২১, মিরপুর, ঢাকা ।