উহ্ যানজট জনজট
চলাফেরাটাই উদ্ভট
চারদিকেই ঘনীভূত
জমাট বাঁধা সংকট ।


তাপদাহতে ছটফট
কারখানায় খটখট
পাশের নর্দমাটাতে
গন্ধ ছড়ায় উৎকট ।


শিক্ষাঙ্গনেও ধর্মঘট
সরকারেরও দাপট
বেকাররা নিথর রয়
প্রতারকেরা চটপট ।


ভটভটিদের ভটভট
হাসপাতাল বয়কট
রোগী নিয়েও খেলা
এ আরেক ছায়ানট !


প্রেমে পড়ে পটাপট
স্বপ্ন হয় উলটপালট
সংসার পাতবে কি
জীবনটা হয় বজঘট ।


দুনিয়া জুড়ে লম্পট
বৌরাও দেয় চম্পট
লিভ টুগেদারের পর
ছাড়াছাড়ি ফটাফট  !


সেশন জট বুদ্ধি জট
সর্বদাই মেজাজ হট
এই হলো আমাদের
সভ‍্যতাটার চিত্রপট ।


রচনাকালঃ- রাত ১১:৩৩টা, সোমবার,  ১৬ জৈষ্ঠ্য ১৪২৯, ৩০ মে ২০২২, মিরপুর, ঢাকা ।