কবি সাহিত‍্যিক শিল্পীর যদি
থাকেই সৃজন ক্ষমতা ।
তবে চাটুকার সেজে দরকার
কি দেখাতে অক্ষমতা ?


সৃজনশীলের যদি মরে অমর
হবার নাইবা থাকে আশা ।
তবে জীবদ্দশায় তার মেধায়
কেন করে এমন তামাশা ?


এদের দ্বারাই সবচেয়ে বেশী
কুলসিত হচ্ছে সমাজ ।
সৃজনশীল কেন হয় চাটুকার
উত্তম রুপে না করে কাজ ?


স্রষ্টা প্রদত্ত মেধার ব‍্যবহারই
বা কেন হীনস্বার্থ চরিতার্থে ?
কেনই বা ব‍্যবহার হবে তার
স্পর্শকাতর বিষয় স্বার্থে ?


সৃষ্টি কেন থাকবে বেঁচে ঘৃণা
ধিক্কার আর গ্লানি নিয়ে ?
সৃষ্টি শুধু যাবে সৃষ্টির কল‍্যাণ
চিন্তার বিকাশ ঘটিয়ে ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, সোমবার, ১৯ বৈশাখ ১৪৩০,
১ মে ২০২৩, মিরপুর, ঢাকা ।