সুব্রত আমি আজ তোমার
কাজ দেখে বড় বিব্রত ।
তুমি জনতার জন্য হয়েছ  
এখন বেজায় উপদ্রুত !  


স্বেচ্ছায় তুমি নিয়েছিলে হে
সমাজ সেবার ব্রত !  
কিন্তু আজ সেই তুমি কেন
তারই ধ্বংসে রত ?


জনকল্যাণে চলনে বলনে
ছিলে দেবতার মত ।
এখন সুইস ব্যাংকে টাকা
জমাচ্ছ যে ইচ্ছে মত  ?


সুব্রত তুমি তোমার ওয়াদা
আর ভাঙ্গবে হে কত.....?
হায়রে ভণ্ড রক্ষকের নামে
হলে ভক্ষকে পরিণত !  


তুমি মিথ্যা স্বপ্ন দেখিয়েই
চলেছ এখনও অবিরত ।
দেখনা তোমারই জন্য আজ  
সমাজ কত ক্ষত বিক্ষত.......???


রচনাকালঃ- সকাল ১০.২০টা মঙ্গলবার, ২৫ আষাঢ় ১৪২৬,
৫ জিলকদ ১৪৪০, ৯ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা ।