হে রসূল (সাঃ)...............  
পঙ্কিল এ পৃথিবীতে ফুটিয়েছিলে
তুমিই মানবতার ফুল ।


সেই তুমি নাকি,
তরবারিতে করেছিলে ধর্ম প্রচার !  
ওরা কেন করে,  
তোমার নামে এমনই মিথ্যাচার ?  


আল্লাহ্‌ বলেন-
যারা জানে আর যারা জানে না ।
তারা কি সমান
হতে পারে ? কক্ষনই পারে না !


তারা জানেনা,  
অপপ্রচার করে যারা তারা কারা ?
এও জানেনা,  
কতটা কি হয়েছে তোমার দ্বারা ?


হে রসূল (সাঃ)...............
তারা তোমারই গড়া সভ্যতায়
শুধু ভোগবিলাসে মশগুল।


আত্মরক্ষা ছাড়া
তুমি কর নাই যে যুদ্ধ কোনদিন ।
ইতিহাস বলে-
দশ বছরে মরেছিল ১২০ বেদ্ব্বীন ।


ঐ নিহতদেরও
তুমি করেছ স্ব-শ্রদ্ধচিত্তে সৎকার ।
যুদ্ধ বন্দিদেরও
দেখিয়েছ সর্বোচ্চ মানবাধিকার ।


অথচ যারা আজ
মানবাধিকারের প্রবক্তা সেজেছে ।
তারা কারা-ই না,  
নিযুত খুন ধর্ষণে হাত রাঙিয়েছে ?  


হে রসূল (সাঃ).................
তোমার কৃতকর্মের সবে করুক
সুবিচার, ভাঙুক সবার ভুল ।  
           --------


দুনিয়া ধন্য যার জন্য । আজ একই দিনে জন্ম এবং ইহকাল ত্যাগ করেছেন সেই মহামান্য । মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) । তার স্মরণে কিছু লিখতে সাহসে কুলালেও আজ তবুও লিখলাম । তার নামে এতটুকু লেখনী যথোপযুক্ত নয় বলে এবং ত্রুটি থাকলে মার্জনা করবেন সাথে শুধরেও দেবেন ।


      
রচনাকালঃ- রাত ৮.৩৫টা রবিবার ২৫ কার্তিক ১৪২৬,
১২ রবিউল আউয়াল ১৪৪১, ১০ নভেম্বর ২০১৯ মিরপুর, ঢাকা ।