নিজের সৌন্দর্য বর্ধনে কাক
গুজে দিল ময়ূরের পুচ্ছ ।
পরের ধনে পোদ্দারি করতে
গিয়ে সমাজে হলও তুচ্ছ ।


গুন ছাড়া স্রষ্টা ভুলেও সৃষ্টি
করেনি কোন সৃষ্টিকে ।
তাই উচিৎ ঠিক করা আত্ম
আবিস্কারে স্বীয় দৃষ্টিকে ।


কালো হলেও কাক সে তার
স্থানে করে গুরুত্ব বহন ।
ক্ষুদ্র কাজের মুচিরও সময়ে
হয় সবারই প্রয়োজন ।


অন‍্যের রঙে রঞ্চিত হলে তো
তাকে হতেই হবে নিন্দিত।
স্ব মহিমায় বিকশিত না হলে
কেউ কি কভু হয় নন্দিত ?


স্বউদ‍্যোগ স্বপরিকল্পনা আর
স্বঅর্থায়নবিনা হয়না সফল ।
স্বীয় পরিচয় সৃষ্টি বিনা মহতী
জীবনটা সবৈর্বই বিফল ।


রচনাকালঃ- রাত ১০.২৭টা,  বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।