স্বপ্নটা আমার ভেঙ্গে যায় যেন প্রায় মধ‍্য রাতে
দিনও যায় বুকের ব‍্যাথায় কাতরাতে কাতরাতে ।
স্বপ্ন ভাঙ্গার এই কষ্টটা সইতে পারবো না বলে
এমন স্বপ্ন দেখতে কভু সাহসটাই করিনি ভুলে ।
তবুও অজান্তে এক স্বপ্নে বিভোর হলাম আমি
সেই ভয়টা বাস্তব হয়ে হলাম দোষের আসামী ।
স্বপ্ন ভঙ্গ হৃদয়ে বুঝিনি বেঁচে থাকা এতো কষ্ট
যার জন‍্যে প্রতিনিয়তই হয় শত সম্ভাবনাও নষ্ট ।
তদুপরি মরেও গেছে আমার বেঁচে থাকার স্বাদ
এই এক স্বপ্ন আমার জীবন করে দিল বরবাদ ।
আমার স্বপ্নটা ভঙ্গ করে যদি থাকতে চাও সুখে
সত‍্যি আমারও বিদায় নিতে মন চায় হাসিমুখে ।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমায় বলছ চলে যেতে
পথের কাঁটা দূর হলে পারবে বুকভরা শ্বাস নিতে !


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, সোমবার, ১৪ আষাঢ় ১৪২৯, ২৭ জুন ২০২২, মিরপুর, ঢাকা ।