জেগে ঊঠো ওহে বাংলার মানুষ
বেঘোরে ঘুমিয়ে থেকো না বেহুঁশ ।
বিশ্বসেরা হওয়ার তোমারই সম্ভাবনা অশেষ
একটুখানি প্রচেষ্টায় হবে স্বর্গভূমি বাংলাদেশ ।


আর একটুখানি হওনা বিবেকবান
আর একটুখানি খাটাও বুদ্ধি জ্ঞান
ধ‍্যানে ডুবে কর আত্মআবিষ্কার গড় পরিবেশ
একটুখানি প্রচেষ্টায় হবে স্বর্গভূমি বাংলাদেশ ।


জায়গা সম্পদ সবই আছে ভরপুর
ধনে জনে আত্মীয় স্বজনে টইঁটুম্বুর
সম্পর্ক উন্নয়নে দূর করি লোভ হিংসা বিদ্বেষ
একটুখানি প্রচেষ্টায় হবে স্বর্গভূমি বাংলাদেশ ।


মতভেদ না করি আর কারো সনে
ভেদাভেদ ভুলে থাকবো প্রতিজনে
সমঝোতায় চলি সবাই করবো না কভু ক্লেশ
একটুখানি প্রচেষ্টায় হবে স্বর্গভূমি বাংলাদেশ ।


যদিবা করি আয় রোজগার হারাম
জীবনে রবে না কভু শান্তি আরাম
এই সত‍্য সবে বুঝে দমন করি সেই খায়েশ
একটুখানি প্রচেষ্টায় হবে স্বর্গভূমি বাংলাদেশ ।


উপনীত হচ্ছি উন্নয়নের দ্বারপ্রান্তে
তাই রবো না ডুবে কোন বিভ্রান্তে
ফেরাতে পরিবেশ করি তারি গল্প সমাবেশ
একটুখানি প্রচেষ্টায় হবে স্বর্গভূমি বাংলাদেশ ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বৃহস্পতিবার,১২ জৈষ্ঠ্য ১৪২৯, ২৬ মে ২০২২, মিরপুর, ঢাকা ।