নেতার আর্দশ চেতনায় মুগ্ধ হয়ে জানবাজি রাখা কর্মীটি করেছিল তার প্রাণের দল ।
কারো কাছে হয়েছিল বন্ধু সে আবার কারো কাছে যেন
হয়েছিল সবচেয়ে বড় খল ।
সাহস উদ‍্যম সবি পেল বিরোধীদের গুড়িয়ে দিল গায়ে
যেন তার এসেছিল অসুরীয় শক্তি বল ।


জীবন যৌবন সহায় সম্পদ কি সম্ভাবনা সবই সে দলে
সানন্দে করে উজাড় ।
বিরোধী দলে ছিল বলে সয়েছিল সরকারের অবর্ণনীয়
নির্মম নির্যাতন অত‍্যাচার।
রাজপথে রক্ত ঢেলে, অগণিতবার গিয়ে জেলে জিহাদ
করে অবশেষে স্বস্তি পেল যখন এল তার সরকার ।


অভিজ্ঞতার মুখে ঝুলি চেতনার দিয়ে বুলি ঢেকে রাখে
সে সর্বদা সরকারের দোষ ।
সব দোষ নিজের গায়ে মেখে লজ্জা শরম রেখে কুড়ায়
শুধু জনতার অভিশাপ রোষ ।
অবশেষে সেই ত‍্যাগী নেতা জানল এত দিন সে শুধুই
ঘরের খেয়ে কুড়িয়েছে যে বনের মোষ !


দলের প্রতি আর দেশ জনতার প্রতি ভক্তি ছিল অতি
তাই কোন লোভ ছিলনা বিত্তে ।
দলে আসা ভুঁইফোর নেতা দেশ লুটে যারা ভরায় বস্তা
আগুন জ্বালায় দেশ প্রেমিকের পিত্তে ।
তারাই যখন টাকা ঢেলে পায় নমিনেশন তখন কাঁদতেও
পারেনা বিরোধীর ভয়ে বঞ্চনার আগুন জ্বলে চিত্তে ।


রচনাকালঃ- রাত ১১.৫০ টা শনিবার ২০২১ ঠাকুরগাঁও ।