টাকা থাকা আর না থাকার মাঝে
   থাকে যেন বিস্তর ব্যবধান ।
টাকা বিহীন মানুষ মৃতের সমান
  জীবনের জন্য টাকাই প্রধান ।


টাকা না থাকার গ্লানি সেই বুঝে
  টাকা বিহীন থেকেছে যে'জন ।
মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান
  কেউ নয় সত্যিকারের স্বজন !


টাকা থাকলে তার দুর্গন্ধ লুকিয়ে
  সবাই ছড়ায় প্রশংসার সুবাস।
আর না থাকলে তার জ্ঞান বুদ্ধি
  যোগ্যতা নিয়ে করে উপহাস!


কিন্তু একজন বিবেকবানের নেই
যে টাকা কামাবার অত সুযোগ ।
টাকার পাগল লোকেরাই সমাজে
যদিও বয়ে আনছে যত দুর্যোগ ।


তবুও সবাই দেখছি এই সমাজে
  শুধুই টাকাওয়ালারই পূজারী ।
গ্লানি ধিক্কার ঘৃণা অবহেলা নিয়ে
সৎ যোগ্যের চলে দিনগুজারি ।  


রচনাকালঃ- সন্ধ্যা ৭:১২টা, শুক্রবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩০, ১৫ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।