সারাটা জীবন করে গেলে
শুধু টাকা টাকা টাকা ।
চিনলে না তো স্বজন বন্ধু
চিনলে না বাপ কাকা !
টাকা কামাতে বোধবুদ্ধিও
তোমার কি দারুণ পাকা !
একটি টাকাবিনাও সামনে
এগোতে না তো চাকা ।
জীবন সায়াহ্নে কই আর
তোমার হল সুখে থাকা ?
সন্তানরা সব স্বার্থ হাসিল
শেষে দিল গা ঢাকা ।
কেউবা আবার সোজা চলে
না পথ করেছে বাঁকা ।
শুধু টাকা টাকা করে দেখি
জীবনটা করলে ফাঁকা ।
সবই হারিয়ে রোগ শয‍্যায়
আজ পরে থাকলে একা ?


রচনাকালঃ-বিকাল ৪.৪৭টা, সোমবার,
৪ অক্টোবর ২০২১, ১৯ আশ্বিন ১৪২৮, ঠাকুরগাঁও ।