থাক না থাক তার তেমন কোন ক্রিয়েটিভিটি
কিন্তু মিডিয়াতে তাকে হতেই হবে সেলিব্রিটি ।


নেটিজেনরা করবে তাকে নিয়েই মাতামাতি
ঐ বস্তি হতে তার স্বস্তি মিলবেও রাতারাতি ।


অর্থ খ‍্যাতি সন্মান সে একসাথে সবই পাবে
ফাইভ ষ্টার বুফেতেও মজাদার খাবার খাবে ।


মানুষ যা চায় তাই পায় তবে ধরে রাখা দায়
হঠাৎ সেলিব্রিটিরা তেমন করে হারিয়েও যায় ।


সে আর কভু পারে না স্বাভাবিক কিছু করতে
শেষমেষ দেখা যায় নিরলে ধুঁকে ধুঁকে মরতে ।


এমনি যারাই চাই রাতারাতি পেতে সফলতা
কিন্তু যথোপযুক্ত প্রস্তুতি বিনাই আসে ব‍্যর্থতা ।


অতঃপর হতাশা বিষন্নতা নেশাগ্রস্থেও আক্রান্ত
ধর্মের মর্মবানী অজান্তে জীবন দুঃখ ভারাক্রান্ত ।


বরং যদি নিজের কাজটাই করি ভালোভাবে
তাকে পড়তেও হবে না কোন অনটন অভাবে ।


প্রচার প্রচারণা এড়িয়ে নিরবে করলেই কাজ
সেই কাজে হবে সে তার সময়ের রাজাধিরাজ ।


রচনাকালঃ- বেলা ১১.৩৭টা, ২ চৈত্র ১৪২৮, ১৬ ফাল্গুন ২০২২, মিরপুর, ঢাকা ।