৫।

আধুনিকতা
আদতে এর নাম
ভোগবাদীতা
ঢাকতে বদনাম
করতে ঐ কুকাম ।


৬।

ভালোবাসায়
নেই যে কোন সুখ
শুধু আশায়
সদা থাকে উন্মুখ
মনে বাড়ে অসুখ ।

৭।

ভিক্ষার চাল
কাঁড়া আর আকাঁড়া
সোনার থাল
পেতে সম্মান হারা
হইও না গো তোরা ।

রাত- ৯.২৫ টা বৃহস্পতিবার ০১/৮/২০১৯ মিরপুর, ঢাকা ।