দিনে দিনে এগিয়ে যাচ্ছে বিশ্ব
সভ্যতার হচ্ছে বিকাশ বিজ্ঞানেরও চরম উন্নতি
আজ বিজ্ঞানের যত শাখায় যত
ঘটুক না উন্নতি শীর্ষেই তার তথ্য প্রযুক্তি
এই তথ্য প্রযুক্তিই বিশ্বকে আজ
এনেছে হাতের মুঠোয় মোটেও নয় অত্যুক্তি
একটা বাধ্য বাধ্যতায় যেন এনেছে
মানুষকে জবরদস্ত হতেই হবে এর অন্তর্ভুক্তি
কথা ছিল আরও আরও উন্নতি করবে
মানুষ হবে চৌকস এটাই তো বিজ্ঞানের যুক্তি
সবাই করতে পারবে অনেক কাজ
সুখী হবে সমাজ কিন্তু না এটাই এখন অপশক্তি
না বিজ্ঞানই সব না , হচ্ছেও হিতে বিপরীত
সৃষ্ট জ্ঞান সাগরে ডুবে মানুষ হারাচ্ছে জ্ঞান বুদ্ধি স্মৃতি
জগতের সব মাদকতার নেশাকে ছাড়িয়ে
তবে কি সাধের তথ্য প্রযুক্তিই এখন নেশার প্রধান আসক্তি
কর্মচঞ্চলতার তীরধান অলসতা নির্লিপ্ততা অনীহা
স্থলতা জড়তায় জরাজীর্ণ হয়ে মানুষ হারাচ্ছে উদ্যম শক্তি
মানুষ তার বুদ্ধিমত্তায় যা চায় তাতেই হয় অসহায়
করে হায় হায় অগত্যায় নিরুপায় প্রভুর কাছেই চায় মুক্তি