ওরে যত পুরুষ নামের কুলাঙ্গার জঘন‍্য
কাপুরুষ তোরা কান খুলে শোন ।
নারীরা তোদের মায়ের জাতি জন্মদাত্রী
স্ত্রী কন‍্যা বোন ।
কি করে তোরা কর বেইজ্জতী, খেলছো
ওদের জীবন নিয়ে ছিনিমিনি ।
প্রভুর অনন‍্য সৃষ্টিকে নিয়ে খেলায় তোরা
ভালোও তো থাকো না কোন দিনই ।
কবি সাহিত‍্যিক নাট‍্যেকার নায়ক গায়ক
হয়েও করবি কত আর ব‍্যভিচার ?
তোদের কারণে যে সমাজে বেশী বেশী
হচ্ছে যত বিকৃত যৌনাচার ।
সারাক্ষন কবিতা গানে গল্পে উপন‍্যাসে
নারীকে কর যে বিজ্ঞাপন ।
নারীকে তো তোরাই বানিয়েছ পন‍্য কিন্তু
কভু ওদের করতে পারোনি আপন ।
ওসব কি না কি লেখ ছাইপাশ, শুধু তো
দাও যৌনতার সুড়সুড়ি ।
প্রগতির অন্তরালে যা দেখছি তা সবই
যেন কামুকতার কুড়কুড়ি ।
নারীর উন্নয়নে তোদের সৃষ্টিতে ওরা যে
পদে পদে হচ্ছে অপদস্ত ধর্ষিতা ।
তবুও ওদের নিয়ে ইনিয়ে বিনেয়ে কত
সৃষ্টি তোদের যেন বানাতে পতিতা...


রচনাকালঃ- রাত ১১.৩২টা, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।